× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর ছাগলনাইয়ায় মরহুম জালাল উদ্দিন ও আবদুল হাই মাষ্টার স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

০৭ আগস্ট ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম জালাল উদ্দিন আহমেদ ও মরহুম আবদুল হাই মাষ্টার স্মৃতি বৃত্তির ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েটের আয়োজনে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা। 

ছাগলনাইয়া গণপাঠাগার এর সভাপতি আবদুস সালাম সরকারের সভাপতিত্বে ও টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েটের সমন্বয়ক প্রধান শিক্ষক আবু রৌশনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক (অ.দা.) সাইফ উদ্দিন আহমেদ, মরহুম আবদুল হাই মাষ্টার স্মৃতি বৃত্তির  পৃষ্ঠপোষক আফছারুল হাই উজ্জ্বল, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েট ফেনীর পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল আজিজ মানিক, এডভোকেট খুরশিদ আলম, ছাগলনাইয়া গণপাঠাগার এর সাধারণ সম্পাদক মাষ্টার আবুল কালাম ,সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, গণ অধিকার পরিষদ ছাগলনাইয়া উপজেলা শাখার সদস্য সচিব মো: মহিউদ্দিন প্রমূখ। 

অনুষ্ঠানে ৭০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.