× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে অবৈধ জাল জব্দে অভিযান, ২.৫ লক্ষ টাকার সরঞ্জাম ধ্বংস

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর প্রিতিনিধি।

০৭ আগস্ট ২০২৫, ১৮:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে মালিঝি নদী, গোল্লা বিল, নিজলা বিল এবং বড়বিলা বিলে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) পরিচালিত এ অভিযানে ৪২টি অবৈধ চায়না জাল এবং ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন। তারা জানান, দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে থাকায় সরকার মৎস্য আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তারা।

স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নদী ও বিলে জাল পেতে মাছ নিধন করলে ভবিষ্যতে আমাদেরই ক্ষতি। প্রশাসনের এই পদক্ষেপে আমরা খুশি।”

উল্লেখ্য, মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ উপায়ে মাছ ধরার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বাধ্যতামূলক। নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথভাবে আইন বাস্তবায়নে আরও কঠোর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.