× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙারির আড়ালে ফাঁদ

মৌলভীবাজারে ৭৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই প্রসাধনী জব্দ, ট্রাক সহ আটক-১

মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার প্রতিনিধি।

০৭ আগস্ট ২০২৫, ১৯:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষ টাকারও বেশি ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ওই ট্রাক চালককেও।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় চেকপোস্ট বসিয়ে বিপুল সংখ্যক এই চোরাই পণ্যসহ পরিবহনে ব্যবহৃত একট  ট্রাক আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর সড়ক হয়ে মৌলভীবাজার শহরে প্রবেশ করছিল।

পরে ট্রাাটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ভারতীয় বিপুল পরিমাণ চোরাই প্রসাধনী। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকারও বেশি হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩শ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। 
 
এ ঘটনায় রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের মোঃ লালন মিয়া (২৮), নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ । 

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্যের নেতৃত্বে অভিযানে ছিলেন, এসআই হীরক চক্রবর্তী,, এএসআই মোঃ আবুল ভাসানী এবং কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশী। 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,  এ ঘটনায় আটক ব্যক্তিকে  প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করেন। তবে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে আসামী লালন মিয়া জানায়, সে পলাতক আসামী রুবেল মিয়ার পরিচিত এবং রুবেল মিয়ার ভাঙারির আড়ালের ব্যবসার অংশ হিসেবে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। 

এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক এবং অজ্ঞাত আরও ২থেকে ৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.