× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে ক্ষেতলালসহ তিন থানায় নতুন ওসি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি।

০৭ আগস্ট ২০২৫, ১৯:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটে এক মাসের বেশি সময় ধরে ওসি শূন্য থাকা ক্ষেতলালসহ  তিনটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক অফিস আদেশে তিনজন পরিদর্শককে তিনটি থানার ওসি হিসেবে বদলি বা পদায়ন করা হয়।

ওই অফিস আদেশে বলা হয়েছে, জয়পুরহাট ওআর হেডকোয়াটার্সের পরিদর্শক মো. তামবিরুল ইসলামকে জয়পুরহাট সদর থানা, একই ইউনিটের পরিদর্শক মো. শফিকুল ইসলামকে আক্কেলপুর থানা এবং পরিদর্শক মো. আব্দুল করিমকে ক্ষেতলাল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।


ওসি মো. তামবিরুল ইসলাম গত ২৮ জুন বগুড়া জেলা থেকে বদলি হয়ে জয়পুরহাট জেলার ওআর হেডকোয়াটার্সে যোগদান করেছেন। মো. শফিকুল ইসলাম গত ২৯ জুলাই বগুড়া জেলা থেকে বদলি হয়ে জয়পুরহাট জেলা পুলিশের একই ইউনিটে যোগদান করেছেন। আর ওসি মো. আব্দুল করিম পাবনা জেলা থেকে গত ২৯ জুলাই বদলি হয়ে এ জেলা পুলিশে একই ইউনিটে যোগদান করেন।


জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বুধবার রাতে বলেন, সদর, আক্কেলপুর ও ক্ষেতলাল এই তিনটি থানায় আজকে তিনজন পরিদর্শককে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। তারা যোগদান করেছেন।


উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে গত বছরের ১ অক্টোবর একযোগে সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর থানায় নতুন ওসি পদায়ন করা হয়। কিন্তু ওসিরা যোগদানের কয়েকমাস যেতে না যেতেই তাদেরকে ঘনঘন বদলি ও প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ৫ জুলাই থেকে জয়পুরহাট সদর থানা, ২৪ জুন থেকে আক্কেলপুর থানা এবং ২৬ জুন থেকে ক্ষেতলাল থানা ওসি শূন্য ছিল। এক মাস পর বুধবার (৬ আগস্ট) এসব থানায় ওসি পদায়ন করা হয়েছে।


এনিয়ে ৫ আগস্টের পর থেকে ক্ষেতলাল থানায় এক বছরে সাত জন ওসি যোগদান করলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.