গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সালথা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, হারুন আর রশীদ, রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা এবং কার্যনির্বাহী সদস্য এম কিউ হুসাইন বুলবুল।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বিডিনিউজ ২৪ এর ফরিদপুর জেলা প্রতিনিধি মো. এনামুল হকসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। তারা বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, দেশের সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নইলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে। এ ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।