× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক হত‌্যার প্রতিবাদে সীতাকুণ্ডে মানববন্ধন

মোহাম্মদ জাম‌শেদ আলম,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি।

০৯ আগস্ট ২০২৫, ১৪:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লা আল কাইয়ুম চৌধুরী, জাতীয় অর্থনীতি পত্রিকার যুগ্ম সম্পাদক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মোহাম্মদ জাম‌শেদ আলম,  গ্লোবাল টেলিভিশনের রিয়াজ উদ্দিন মাসুম, এশিয়ান টেলিভিশনের রেজাউল হোসেন পলাশ, এনটিভি অনলাইনের এনএইচ শাওন, দৈনিক রূপালী বাংলাদেশ–এর মামুনুর রশিদ মাহিন, বাংলা টিভির নওশিন আল মাহমুদ, সিএনটিভির রাফি চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও ছাত্র প্রতিনিধি ইফতিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং অন্য এক ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেনকে বেদম প্রহার করা হয়েছে—যা সাংবাদিক নির্যাতনের ভয়াবহ চিত্রের সাম্প্রতিক উদাহরণ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বছরের পর বছর ধরে সাংবাদিকরা ভয়-ভীতি, হুমকি, মামলা-মোকদ্দমা, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হচ্ছেন। বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বাড়ছেই।”

বক্তারা আরও বলেন, চট্টগ্রামসহ সারা দেশের বিভাগীয় শহর থেকে শুরু করে মফস্বল পর্যন্ত সাংবাদিক নির্যাতন অব্যাহত রয়েছে। যে কোনো জাতীয় বা স্থানীয় দুর্যোগে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করলেও নিরাপত্তা ও ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অবিলম্বে সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.