ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে শুক্রবার (৮ আগস্ট) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার উত্তেজনার পর মধ্যরাতে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ রাত ২টা ৪৫ মিনিটে সাংবাদিকদের জানান, ২০২৪ সালের ১৭ জুলাই জারি করা নোটিশের কাঠামো অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে করে হলগুলোর প্রভোস্টদের ওপর প্রশাসনিক চাপ বেড়েছে বলে জানা গেছে।
এ পরিস্থিতি মোকাবেলায় শনিবার (৯ আগস্ট) সকালে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে মিলিত হন বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রভোস্টরা। বিষয়টি নিশ্চিত করেছেন কবি জসীম উদদীন হলের প্রভোস্ট অধ্যাপক শাহীন খান।
প্রক্টর আরও জানিয়েছেন, প্রভোস্ট কমিটির পাশাপাশি শিগগিরই ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গেও প্রশাসন বৈঠক করবে। তবে আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।