× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখা সীমান্ত দিয়ে পুশইন,নারী-শিশুসহ ৮ জন আটক

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৪:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে পুশইন করে পাঠানো চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকায় সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে অবস্থানকালে তাদের আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, নিউ পাল্লাথল বিওপির টহল দল ওই আটজনকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করার সময় আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের বাসিন্দা আসাদুল্লাহ (৪৫), তাঁর স্ত্রী জমিলা বেগম (২৫), মেয়ে আসমা খাতুন (২) এবং ছেলে হামিদ হোসেন (১৫)  যারা সকলেই রোহিঙ্গা নাগরিক।

এছাড়া আটক হওয়া চার বাংলাদেশি হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিরীন আক্তার (৩৫) ও তাঁর ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনার মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের সাবিনা খাতুন (৩০)।

আটকদের ভাষ্যমতে, কয়েক বছর আগে জীবিকার তাগিদে রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন। একইভাবে বাংলাদেশিরাও কাজের উদ্দেশ্যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে পরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়। শুক্রবার ভোরে বিএসএফ তাদের বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নিতে বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।

 বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার সন্ধ্যায় জানান, বিজিবি এখনো কাউকে থানায় সোপর্দ করেনি। সোপর্দ করা হলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.