× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় মানববন্ধন

মোহাম্মদ আবুল হাশেম লামা আলীকদম প্রতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৪:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানের লামায় মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় লামায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা দুর্নীতি বা চাঁদাবাজির নিউজ করলেই মারধর, জেল-জুলুম, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়।’ অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

তারা আরো বলেন, সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে চরম ব্যর্থতা আজ গাজীপুরের রাস্তায় সাংবাদিক তুহিনের রক্তে লেখা হয়েছে। এই দায় রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।

এসময় সাংবাদিক মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক তুহিন হত্যার মত ন্যক্কারজনক ঘটনা লামাতেও হতে পারে বলে অনেকই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং সাংবাদিকদের তাচ্ছিল্য করে অনেকই লেখালেখি করছেন প্রতিনিয়ত। তাদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে বলেন, এভাবেই সাংবাদিক তুহিন হত্যার সূত্রপাত হয়েছিলো। আজ ফেসবুকে পোস্ট দিচ্ছে, কাল হয়তো তারা কোন অঘটন ঘটাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক এর লামা প্রতিনিধি মো. কামাল উদ্দীন, প্রেসক্লাব সেক্রেটারি মো. কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মো. ইউসুফ মজুমদার, মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোর্টাস ক্লাবে সভাপতি তৈয়ব আলী, সাংবাদিক ইউনিটির সভাপতি সুমন, এলএলবি করিমসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.