× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

মিজানুর রহমান মিজান ,লালমনিরহাট প্রতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৪:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লালমনিরহাটে মিশন মোড়ে জেলার সকল সাংবাদিকের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে প্রয়োজনে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের উপরে হামলা করা হয় এবং তাদের জীবনকে কেড়ে নেয়া হয় তাহলে সাংবাদিকরা কিভাবে স্বাধীনভাবে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরবে, আমরা লালমনিরহাট জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আরো জানাচ্ছি যে আসুন আমরা সারা বাংলাদেশের সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে দাড়াই। অন্যায় কারী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের কলম চলবেই।

বক্তব্য রাখেন, বাংলাভিশনের মেহেদী হাসান জুয়েল বৈশাখী টিভির লিটন একুশে টিভির  বীর মুক্তিযোদ্ধা  গোকুল চন্দ্র রায়, জিটিভি'র আলতাফুর রহমান আলতাব,আরটিভি'র  তন্ময়ের আহমেদ নয়ন  মিজানুর রহমান মিজান, আইনজীবী রাসেল মিয়া সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.