গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুস্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় শহরের কালীবাড়ি মোড় বিজয় চত্তরে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এড.শেখ মাসুদ ইকবাল এর সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক লেখক মু আ লতিফ, কিশোরগঞ্জ জেলা জামাতের আমীর রমজান আলী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সমম্পাক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামন খান চৌধুরী সোহেল, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকারি সদস্য কাওসার আহমেদ টিটু ও মো: আমিনুল হক সাদী সহ উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। এছাড়াও মানববন্ধনে জেলায় কর্মরত প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।