× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের  দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার ব্যনারে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার ( ৯আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনএ  এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডেইলি প্রেজেন্ট টাইমন্সএর স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন, সমকালের এবাদুল হক, দিনকাল প্রতিনিধি সাইদুর রহমান খান,  জবাবদিহি প্রতিনিধি  আমির হোসেন, জনকণ্ঠ কাজি দুলাল,  যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, ইত্তেফাকের অধ্যক্ষ জামাল হোসেন, সংবাদ  জাহিদুল ইসলাম, ভোরের কাগজের হারুন অর রশিদ, আনন্দ টিভির মিজানুর রহমান, আমাদের সময় সুমন মৃধা, মানব কন্ঠ আতিকুল ইসলাম, কালবেলা রাজিবুল, আলোকিত বাংলাদেশের রাকিবুল হাসান প্রমুখ। এসময় দুমকি উপজেলায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যম প্রতিনিধি উপস্থিত থেকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং  দ্রত বিচার আইনে শাস্তির দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.