গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও সকল খুনিদের দ্রুত আইনে ফাঁসির দাবিতে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে দুই উপজেলার সকল পেশাধারী সংবাদ কর্মীদের অংশগ্রহণে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, ভুরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ফকির লিটন, সাবেক প্রেসক্লাবের সম্পাদক শামীম খন্দকার, ভূরঘাটা প্রেসক্লাবের সম্পাদক হারন-অর রশিদ, কালকিনি মডেল প্রেসক্লাবে সম্পাদক আশরাফুর রহমান হাকিম, কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউদ্দিন লিয়াকত, ডাসার প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ, কালকিনি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন,উপজেলা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সৈয়দ শামীম, একুশে টিভির সাংবাদিক রকিবুজ্জামান, সাংবাদিক শাহ জালাল, সবুজ ইব্রাহিম, মো. মাসুম ও রাজীব। এসময় সাংবাদিক নেতারা তুহিনের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের মাধ্যমে এনে ফাঁসির দাবি জানান।