× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদকবিরোধী অভিযানে শিবালয়ে ইউপি সদস্যসহ ৭ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি ।

০৯ আগস্ট ২০২৫, ১৫:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য রাজা মোল্লাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬৩ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন ভাকলা গ্রামের মো. আলমগীর হোসেন (৩৫), দক্ষিণ উলাইল গ্রামের মো. নাঈম (২৬), আমডালা গ্রামের সুধাংশ সরকার (৩০), কাতরাসিন গ্রামের মো. রাজীব মিয়া (২৮), রুপসা গ্রামের রানা আহাম্মেদ (২৯), হরিরামপুর উপজেলার মো. শামীম দেওয়ান (২৭) এবং জুনিকালসা গ্রামের ইউপি সদস্য মো. রাজা মোল্লা (৪৫)।

শনিবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

ডিবি জানায়, বৃহস্পতিবার শিবালয়ের ভাওয়ালকান্দি গ্রামের নজিম উদ্দিনের মুদি দোকানের সামনে ও টেপড়া–উলাইল সড়কে অভিযান চালানো হয়। এ সময় আলমগীর হোসেনের কাছ থেকে ১০০ পিস, নাঈমের কাছ থেকে ৫০ পিস, সুধাংশ সরকারের কাছ থেকে ৩০ পিস, শামীম দেওয়ানের কাছ থেকে ২০ পিস এবং ইউপি সদস্য রাজা মোল্লার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দুই আসামি রাজীব মিয়া ও রানা আহাম্মেদ ইয়াবা বিক্রয়ে সহায়তা করছিলেন।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবি পরিদর্শক মোশাররফ হোসেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.