সামাজিক দায়বদ্ধতা থেকে গণতান্ত্রিক, ন্যায়ভিক্তিক সমাজ বিনির্মানে সামাজিক সংগঠনগুলোকে কাজ করতে হবে । সামাজিক সংগঠন গুলো সমাজের মধ্যে বিরাজমান মাদক-কিশোর গ্যাংয়ের মতো ব্যাধি নির্মুল করতে পারে।
বাটালী রোড যুব পরিষদ এর আত্মপ্রকাশ এবং পরিচিতি সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
তিনি বলেন, ' সমাজ পরিবর্তনের হাতিয়ার তরুন সমাজ। তাদের নেতৃত্বে হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। মাদক মুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে হবে। '
শুক্রবার বিকেলে বাটালী রোড যুব পরিষদ এর সভাপতি মোঃ সাইফুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খান, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান,বিশিষ্ট সমাজকর্মী সাইফুদ্দিন আহমেদ খান, ইকবাল চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী-মুতর্জাসহ অন্যান্যরা।
সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, ' তরুনদের খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে। কিশোর গ্যাং এর সদস্য হিসেবে নয় বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখে বাবা-মা'র গর্বিত সন্তান হতে হবে। '
বিএনপি নেতা আলী আব্বাস খান বলেন, ' গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের স্বপ্নের সাথে সামঞ্জস্য রেখে সংগঠন পরিচালনা করতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় তরুনদের ভূমিকা রাখতে হবে। '
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মর্তুজা বলেন, ' এনায়েতবাজার চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী এলাকা। দীর্ঘ অপশাসনের কারণে এই এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মাদক মুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। '
বাটালী রোড় যুব পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফয়সালের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মাবুদ মিন্টু।
অনুষ্ঠানে ৫৪ সদস্য বিশিষ্ট বাটারী রোড় যুব পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে অভিষেকের পর বাটালি রোড যুব পরিষদের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য এক র্যালী নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।