× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে হোমনায় মানববন্ধন

মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৬:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হোমনা উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার ১১ টার দিকে হোমনা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে।  

এতে হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক গণকন্ঠ পত্রিকার মো. আইয়ুব আলী, সাপ্তাহিক হোমনার কন্ঠের প্রতিষ্ঠাতা আবদুল সালাম ভূইয়া, দৈনিক দেশ রূপান্তর কবি দেলোয়ার, দৈনিক আমার বার্তা মোরশিদ আলম, দৈনিক সংবাদ সারাবেলা মো. তপন সরকার, দৈনিক এশিয়া বানী মুকবল হোসেন, দৈনিক স্বদেশ প্রতিদিন রাসেল আহমেদ, দৈনিক গণমুক্তি জুয়েল আহমেদ, দৈনিক জবাবদিহি সাইদুর, দৈনিক করতোয়া জয়নাল আবেদীন।

আরো ছিলেন ডাক প্রতিদিন আবুল কালাম আজাদ, প্রথম বাংলা তারিকুল ইসলাম, মুক্ত খবর গিয়াস উদ্দিন, প্রভাত মেহেদী হাসান, সাংবাদিক সফিকুল ইসলাম মুন্না, মনিরুজ্জামান, সরকার মুকুল মাহমুদ, রফিকুল ইসলাম আসাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে যা পুরো বিশ্ব দেখেছে। যে দেশে সাংবাদিকরাই সুরক্ষিত নয় সেখানে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ জীবনযাপন করবে, আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই। একই সঙ্গে তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.