গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল দুপুর ২ টায় লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা দুপুরে সাংবাদিক শাহ নুরুল আলমের সঞ্চালনায় শুরু হয়, বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সমাজবেক আবু বকর জাহিদ, লাকসাম টিভি নিউজের সাংবাদিক আব্দুল জলিল, প্রেসক্লাব সদস্য নাজমুল হাসান, সাংবাদিক ইউনিয়ন সদস্য এসআই শিমুল।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম,সাংবাদিক আহসান উল্লাহ, সাংবাদিক হামিদুর রহমান,মাসুদ ফারভেজ রনি, সাংবাদিক আমজাদ হোসেন,সাংবাদিক দেলোয়ার হোসেন মনির,দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, আব্দুল মালেক হিরণ, জাহিদ শান্ত, নাজমুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার একজন সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।মানববন্ধনে লাকসামের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।