× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি ।

০৯ আগস্ট ২০২৫, ১৭:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাগেরহাটে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল দশটায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। লতিফ মাস্টার ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী তাদের অভিভাবক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম জগলু (সিপিএ), বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ রাসেল আহমেদ, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট কাজল, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বাগেরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক বেগ শামীম হাসান।

কর্মশালায় সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত বিভিন্ন বিদ্যালয়ের গরিব কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। ২০০৩ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জনহিতকর কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করছে। কারিগরি শিক্ষা ও আইটি দক্ষতার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের পথ তৈরি করতে বেশরগাতি এলাকায় নির্মিত হয়েছে বেশরগাতি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার জন্য চালু হয়েছে বেশরগাতি রকেট স্পোর্টিং ক্লাব।

তিনি আরো বলেন, আমার পিতা আব্দুল লতিফ ছিলেন একজন স্কুল শিক্ষক। সেই লতিফ মাস্টারের জন্য আমি গর্বিত। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এখনো শিখছি। শেখার কোন বয়স নেই। তোমাদেরও শিক্ষা গ্রহণ করতে হবে। হাল ছেড়ে দেওয়া চলবে না। এক সময় তোমরাও উচ্চশিক্ষা গ্রহণ করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। গরিব মেধাবীদের জন্য লতিফ মাস্টার ফাউন্ডেশন রয়েছে। সুতরাং লেখাপড়া করতে হবে, লেখাপড়ায় মনোযোগী হতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.