লালমনিরহাটের পাটগ্রামে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব পাটগ্রামের আয়োজনে পৌর শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
একাত্মতা প্রকাশ করেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউরুজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া প্রচার সম্পাদক মাসুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাসহ দেশের সব সাংবাদিক হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।