শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরে ঝিনাইগাতী বাজারে বৃষ্টির অজুহাতে কাঁচা বাজার উর্ধগতি দেখা দিয়েছে।
শনিবার বাজার ঘুরে গেলে দেখা যায় কাঁচা বাজার এক সপ্তাহের ব্যবধানে হু-হু করে দাম বৃদ্ধি পাচ্ছে। কাঁচা মরিচ ১২০, করলা ৮০, পেঁয়াজ ৭৫, আলু ২৫,ঝিঙ্গা ৫০, বেগুন ৮০ টাকা সহ অন্যান্য সবজির দাম দিগুন হয়েছে। মাছের মূল্যও বৃদ্ধি পেয়েছে তবে মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বয়লার ও দেশী মুরগী সহ ডিমের দামও বৃদ্ধি পেয়েছে।
সাধারণ ক্রেতারা জানান, বাজার দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে এক সপ্তাহের ব্যবধানে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির অজুহাত ও আমদানি কম থাকার অভিযোগ দিলেও মূলত কারসাজি করে এ মূল্য বৃদ্ধি করা হচ্ছে।
অপরদিকে কাঁচা বাজার ব্যবসায়ীরা জানান, বৃষ্টি ও আমদানি না থাকার ফলে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। বাজারে আসা আল আমিন জানান কাঁচা বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে দেখার কেউ নেই।
প্রশাসনকে বাজার মনিটরিং করার মাধ্যমে পণ্যের মূল্য নাগালের মধ্যে আনার দাবি জানান।