গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা,এবং নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হাতীবান্ধা উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
শনিবার (৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলা গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে।
এ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বাংলা টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া( পবন) সঞ্চালনায় মোহনা টিভির জেলা প্রতিনিধি সুমন খান হাতীবান্ধা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাকিবুল হাসান ( রিপন) সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান খোকন, সাংবাদিক নুরুল হক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিম, নিউজ বিজয়ের পত্রিকার সম্পাদক ফারুক হোসেন। সাংবাদিক আসাদুজ্জামান সাজু, সিএনএন প্রতিনিধি আলতাব হোসেন সুমন,সাংবাদিক বরিউল ইসলাম সাংবাদিক জাহিদ হাসান, রিফাত হোসেন, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহীন আলমসহবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই। একই সঙ্গে তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।এবং সাংবাদিক সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে।