ছবিঃ সংগৃহীত।
রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর বিএনপি। শনিবার (৯ আগস্ট) মালোপাড়াস্থ মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা
তিনি বলেন, বিগত পতিত সরকারের আমলে একত্রিতভাবে কোন সভা-সমাবেশ করা সম্ভব হয়নি। দলীয় কর্মকান্ডের উদ্যোগ নিলে প্রশাসক অনুমতি দিতোনা। উপরন্তু পুলিশ দলের নেতাকর্মীদের অকারণেই আটক করে নিয়ে যেত। শেখ হাসিনা বিএনপিকে একটি হটকারী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু প্রকৃত সত্য হলো, বিএনপি কখনো হটকারী পথে যায়নি। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও ঘোষনা ছিলো গণতন্ত্র।
বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে। জনগণকে বিশ্বাস করে। জনগণই ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় বসাবে। তিনি বলেন, অনেক দল আছে তারা গণতন্ত্রের কথা বলেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে গণতন্ত্র নেই। কয়টি দল কাউন্সিলের মাধ্যেমে নেতা নির্বাচন করেছে। রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগরীর নেতা নির্বাচনের জন্য সম্মেলন করা হচ্ছে। এই সস্মেলন দীর্ঘদিন হয়নি। এর অনেক কারন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আব্দুস সালাম আরো বলেন, এই কাউন্সিল সফল করতে সাবেক-বতর্মান সবাই উপস্থিত থাকবেন এবং অংশগ্রহন করবেন। শনিবারের (৯আগস্ট) মধ্যেই যারা প্রার্থী হতে চান তারা নাম প্রকাশ করবেন। সবাইকে নিয়ে বসে যদি সমঝোতার মাধ্যমে একটি কমিটি দাঁড় করানো যায় তাহলে ভাল। না হলে বিকল্প পদ্ধতিতে কাউন্সিলারদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের মধ্যদিয়ে একটি শক্তিশালী কমিটি গঠণ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন বেলা ২.৩০টায় সম্মেলন শুরু হবে। সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তিনি আরো বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রই কোন কাজে আসেনি। বিএনপি শান্তিতে দল পরিচালনা করতে চান। তিনি বলেন, যে গাছে ফল থাকবে সে গাছে মানুষ ঢিল ছুঁড়বেই। ষড়যন্ত্রকারীরা চায়না একটি গণতান্তিক রাষ্ট্র এবং সংসদ গঠিত হোক। ৫ আগস্টের পরে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোন কাজে আসেনি। যারা গণতন্ত্রকে ভয় পায় এবং স্বাধীন দেশকে অস্বীকার করে, ঐ সকল ষড়যন্ত্রকারীরা নির্বাচন চায়না।
রাজশাহী মহানগর বিএনপি’ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। এছাড়াও মহানগরীর সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh