× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে ভারতীয় পণ্যেবাহী নৌকার ধাক্কায় নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

সৈয়দ হেলাল আহমদ বাদশা,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৯:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীর সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম নামক স্থানে ভারতীয় পণ্যবাহী নৌকার ধাক্কায়  মাসুম বিল্ল্যাহ(৩৫) নামে এক সিপাহী নিখোঁজ রয়েছেন।তিনি সোনারহাট ক্যাম্পের একজন সিপাহী। 

ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকাল অনুমানিক ৪টায় পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের মধ্যবর্তী পন্ন গ্রাম নামক স্থানে পিয়াইন নদীতে।

খোজ নিয়ে জানা যায় শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ী এর মধ্যবর্তী নামক স্থানে নৌকা যোগে দুইজন বিজিবি সদস্য অপর ভারতীয় পন্যবাহী নৌকা থামাতে গিয়ে পন্যবাহী নৌকার ধাক্কায় পানিতে উভয় নৌকা ডুবে গেলে নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনভাবে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও থাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি এখনও বিজিবি সদস্য কে পাওয়া যায় নি। 
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী রতন কুমার অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি, তারা কিছু সময়ের মধ্যে পৌছাবে। ৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  ভারতীয় পন্যের নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ভাবে উদ্ধার তৎপরতা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.