× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত‍্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রিয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে ভোলার চরফ্যাশন উপজেলার কর্মরত সাংবাদিকেরা।

‎শনিবার (৯ আগস্ট) বিকাল ৫ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

‎দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি মো. আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি ও স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সজিব শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক ও কালবেলা প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, শশীভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান সোহেল, মাইটিভি চরফ্যাশন প্রতিনিধি হাওলাদার শাহাবুদ্দিন প্রমুখ।

‎বক্তব্যতে সাংবাদিকেরা বাংলাদেশের অন্তরবর্তী সরকার ডা. ইউনূস এর কাছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করার দাবীও জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.