নাটোরের সিংড়া উপজেলায় আলো ও শেরকোল প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় সুশাসন ও বাজেট পরিকল্পনা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দিনব্যাপী উপজেলা কৃষি হলরুমে খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করা, পাশাপাশি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু হানিফ, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান, রাঃখাঃ ইউপির প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলী।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোতালেব হোসেন, খান ফাউন্ডেশনের কর্মকর্তা সাহেরা খাতুন প্রমূখ।