× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর প্রিতিনিধি।

১০ আগস্ট ২০২৫, ১৫:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রেসক্লাব নালিতাবাড়ীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। বক্তব্য রাখেন উপদেষ্টা এম এ হাকাম হীরা, দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল, নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান ও সদস্য হারুন অর রশিদ। সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় বক্তব্য দেন শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ারসহ অনেকে।

বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর কোনো ধরনের হামলা বা নির্যাতন বরদাশত করা হবে না।

মানববন্ধনে নালিতাবাড়ীর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হামলায় নিহত হন ৩৮ বছর বয়সী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.