× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্দর এলাকার ধলঘাটা সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, হাঁটা যেন দায়

এ.এম হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

১০ আগস্ট ২০২৫, ১৫:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের এক মাত্র পাহাড়ীদ্বীপ কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের জনবহুল সড়কে একটি ঝুঁকিপূর্ণ কালভার্টের উপর দিযে চলাচল করছে লোকজন ও বিভিন্ন যানবাহন ।

এতে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনার আশংকা করছেন স্থানীয়রা । যার কারণে হাঁটা যেন দায় হয়ে পড়েছে উক্ত জরাজীর্ণ কালর্ভাট দিয়ে এমনটি বলছেন স্থানীয় জনপ্রতিনিধি আতাহার ইকবাল দাদুল। তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরিঘোনা বাজার সংলগ্নে অবস্থিত ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে স্থানীয় নারী-পুরুষ সহ স্কুল , মাদ্রাসার অসংখ্য ছাত্র-ছাত্রী । তাছাড়া উক্ত এলাকার পাশ্ববর্তী রয়েছে কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং ডীপ সী পোর্ট । 

এই সড়ক দিয়ে যাতায়াত করছে প্রকল্পের বিভিন্ন শ্রমিকও , সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্টটি যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে । ঝুঁকিপূর্ণ কালভাটটির এক পাশে রয়েছে ধলঘাটা আলিম মাদ্রাসা এবং আরেক পাশে কালভাট লাগোয়া রয়েছে মুহুরিঘোনা বাজার । এমন জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ কালভার্টের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিদিন ৪/৫ হাজার নারী-পুরুষ ও শিক্ষার্থীদের ।

স্থানীয়দের তথ্যমতে জানা গেছে , কালভার্টটি বিগত ১৯৯২ কিংবা ৯৪ সালে নির্মাণ করা হয়েছে । সে হিসেবে আনুমানিক ৩১/৩৩ বছর আগে নির্মিত হয় উক্ত কালভার্টটি । কালভার্টের বিভিন্ন অংশে দেখা যায় ছোট বড় অসংখ্য ফাটল ধরেছে , কালভার্টের বেশ কিছু অংশ ভেঙ্গে পড়ে গেছে । কালভার্টের উপর দিয়ে গেলে মনে হবে এখনি ভেঙ্গে পড়বে , বিকল্প সড়ক না থাকায় তবুও চরম ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষদের ।

মুহুরিঘোনা এলাকার ব্যবসায়ী আনচারুল করিম জানান , কালভার্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ । এই কালভার্ট দিয়ে স্থানীয় মুহুরিঘোনা বাজারের ব্যবসায়ীগন গাড়ীতে করে তাদের দোকানের মালামাল বহন করতে হয় । ফলে যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে কালভাটটি , এতে বড় ধরনের দুর্ঘটনা গঠতে পারে বলেও জানান তিনি । স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান , অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে উত্তর মুহুরিঘোনার লোকজন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ।

এটি অনেক আগেই ব্যবহারের অনুপযোগী হয়েছে , বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে আমাদের চলাচল করতে হচ্ছে । ঝুঁকিপূর্ণ কালভার্টটি ভেঙ্গে দ্রুত আরেকটি কালভার্ট নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের কাছে মোখিক ভাবে আবেদন করেছি । ইউপি সদস্য জানান , একটি এনজিও সংস্থা থেকে সড়ক এবং কালভার্টটি নির্মাণের কথা ছিল , কিন্তু অদৃশ্য কারনে এটি আবার বাতিল হয়েছে বলে শুনেছি । 

এই ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী সহ অসংখ্য নারী-পুরুষ চলাচল করছে । যে কোন মুহুর্তে এটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে , এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কালভার্টটির নির্মাণের ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি । 

মহেশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বণি আমিন জনি জানান , ধলঘাটার ভাঙ্গা সড়ক এবং কালভার্টটি আগামী বছর বাজেটে নির্মাণ করা হবে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.