খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্প এলাকায় এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায়, ৪ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা,২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ,৩০ জন পাহাড়ি ও বাঙালিকে রেশন সামগ্রী, মানিকচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অভ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী (আরএমও) ও গুইমারা সিএমএইচের ক্যাপ্টেন সুমাইয়া রহমানের নেতৃত্বে প্রায় ২০০ জন পাহাড়ি ও ১০০ জন বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি, উপ-অধিনায়ক মো. মাসুদ খান, মেজর সামিউল হক সামি সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, “পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”