× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে সাংবাদিক সমিতির মানববন্ধন

এম এ বাশার ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

১০ আগস্ট ২০২৫, ১৫:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন'কে প্রকাশ্য কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা রবিবার (১০ আগস্ট )  কুমিল্লা -সিলেট আঞ্চলিক  মহাসড়কের কোম্পানীগঞ্জে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় ও সাংবাদিক সমিতির  সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ। তিনি বলেন,  " গাজীপুরে প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন হত্যাই  প্রমাণ করে এখনো আমরা স্বাধীন হতে পারেনি। দেশে চলছে আইনশৃঙ্খলার চরম অবনতি। 

পতিত হাসিনা সরকার যেমন গণমাধ্যমের বাকস্বাধীনতা  কেড়ে নিয়ে সাংবাদিক  খুন ঘুমে জড়িত ছিলো। বর্তমান পরিস্থিতিও তেমন। গাজীপুরে সাংবাদিক তুহিন কোনো অপরাধ করেননি। তিনি শুধু  পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আর এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। গাজীপুরসহ  সারাদেশে সাংবাদিক  হত্যা  ও নির্যাতন চালিয়ে- সত্য প্রকাশে গণমাধ্যমকে  দাবিয়ে  রাখা যাবেনা। এসময় তিনি আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারকে  তদন্তের গেঁড়াকলে আটকে না রেখে দ্রুত আসামীদের শাস্তির দাবি জানান।   

মানববন্ধনে  আরো  বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সাধারন সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জালাল আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসাদুজ্জামান তুহিন ছিলো আমাদের সহকর্মী। তুহিন হত্যায় যারা জড়িত তাঁদের দৃষ্টান্ত মূলক  বিচার না হলে আমরা বড়ধরনের আন্দোলন করতে বাধ্য হবো। 

এতে আরো বক্তব্য রাখেন,  সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম,  যুগ্ব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সহ সভাপতি আবুল বাশার, সহ সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মো. ইউনুছ মিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান ও সুজন মুন্সি প্রমুখ।  

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন   সংগঠনের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.