× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান পুলিশ সুপারের

আরিফ খন্দকার, কুষ্টিয়া প্রতিনিধি।

১০ আগস্ট ২০২৫, ১৬:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আজ সকাল ১০টায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, এবং এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।

উক্ত সভায় কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সাম্প্রতিক অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় বিষয়ে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। শুধু পুলিশ বাহিনী নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিককেই আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় উপস্থিত অন্য কর্মকর্তাগণও বিভিন্ন দিক তুলে ধরেন এবং জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন। সভা শেষে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে কুষ্টিয়াকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.