× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবলের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

১০ আগস্ট ২০২৫, ১৭:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বহু প্রত্যাশীত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর তারিখে জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে।

রবিবার ( ১০ আগষ্ট)  দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সভায় প্রতিযোগিতার বাইলজ চুড়ান্ত চুড়ান্ত ও লটারীর মাধ্যমে খেলা ফিকশ্চার  চুড়ান্ত করা হয়। এতে দুইটি গ্রুপে ৫ টি করে দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিবে।

আগামী ৩ সেপ্টেম্বর তারিখ বিকাল ৩টার সময় জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে 'ক' গ্রুপের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ ও সিরাজগঞ্জ সদর পৌরসভা উদ্বোধনী খেলায় অংশ নিবে।ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের আরও  ৮টি দল হচ্ছে কাজিপুর উপজেলা,কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, তাড়াশ উপজেলা,উল্লাপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, চৌহালী উপজেলা ও বেলকুচি উপজেলা পরিষদ।

সভায় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক   গণপতি রায়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা মু.আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সহ ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ,জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন,প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহমুদুল হাসান খোকন,হেদায়েতুল ইসলাম ফ্রুট,স্ট্যালিন,খোকন ও জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.