× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে এক মিনিটের নীরবতা

১০ আগস্ট ২০২৫, ১৮:৪১ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৫, ১৮:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে। গত ৬ আগস্ট, নিয়মিত পাঠদান চলাকালীন সময় নিজ নিজ শ্রেণিকক্ষে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা এক মিনিটের নীরবতা পালন করেন।

ছাত্রছাত্রীদের সাথে একাত্ম হয়ে এক মিনিটের নীরবতা পালন করেছেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়া এবং অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর। মাইলস্টোন ট্রাজেডিতে নিহত কোমলমতি ছাত্রছাত্রীদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে গৃহীত এক মিনিটের নীরবতা পালন কর্মসূচীতে অংশগ্রহণ করেন কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমরা হারিয়েছি শহরের সবচেয়ে সুন্দর ও প্রতিশ্রুতিশীল ফুলগুলোকে। শিশুদের প্রাণহীন দগ্ধ শরীর বিদীর্ণ করেছে আমাদের প্রতিটি হৃদয়।

বেদনাহত বিমান দুর্ঘটনায় যারা অকালে মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি পরম শ্রদ্ধা। আমরা গভীরভাবে শোকাহত। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ পরিবার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা। আমরা প্রার্থনা করি, আহতরা যেন দুর্ঘটনার ক্ষত মুছে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবন ফিরে পায়।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.