গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘন্টা পর রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৫ টার দিকে স্থানীয় ডুবুরিদল তার লাশটি উদ্ধার করা হয়।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ। তিনি বলেন, ৪ টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ পিয়াইন নদী থেকে উদ্ধার করা হয়েছে। তিনি নৌকাডুবিতে যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে বেশ খানিক দূরে তার লাশ পাওয়া যায়।
এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা ১০ মিনিটের দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় নৌকা ডুবির ঘটনায় বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। ওইদিন সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যায়।