দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) বিকেলে মাদারীপুর প্রেসক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংস্থার সভাপতি শরীফ মো: ফায়েজুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মাহবুবর রহমান বাদল, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, মানবজমিন পত্রিকার সাংবাদিক আহসান কাজল, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক গাউস উর রহমান, রুপালী বাংলাদেশের সাংবাদিক বজলুর রহমান, যুগান্তরের সাংবাদিক রবিউল হাসান। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও দোষীদের ফাঁসির দাবী জানান।
বক্তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায় না। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের উপর সরাসরি আঘাত। তারা সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন, পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। কর্মসূচিতে সাংবাদিক মো: সবুজ মিয়া, ইসমাইল হোসেন সহ মাদারীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।