খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপি'র নেতৃবৃন্দের সাথে রামগড় বাজার ও মাষ্টারপাড়া বাজার ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১১ আগষ্ট) রাতে রামগড় ও মাষ্টারপাড়া বাজার কমিটির আয়োজনে সফি কোম্পানি মার্কেটের সামনে এই সভা অনু্ষ্ঠিত হয়।
রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সেলিম এর উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রামগড় বাজার পরিচালনা কমিটির সাধারণত সম্পাদক ইলিয়াছ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাফেজ আহাম্মদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ জসিম উদ্দীন, পৌর বিএনপি'র সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া ( মিঠু ), পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক ও রামগড় বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শেফায়েত উল্যাহ, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহ আলম ( বাদশা ), পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ।
মতবিনিময় সভায় ব্যবসায়িদের পক্ষে বক্তব্য রাখেন মাষ্টারপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, রামগড় বাজার কমিটির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন প্রমূখ।