× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে সংবাদিক তুহিনকে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি ।

১২ আগস্ট ২০২৫, ১৬:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে বদরগঞ্জ সাংবাদিক সম্মিলিত সমাজ, মঙ্গলবার  দুপুরে ১২ টায় বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দৈনিক আমার দেশ প্রতিনিধি বাদশা ওসমানী বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

বদরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক ও দৈনিক প্রথম আলোর প্রতিবেদক আলতাব হোসেন দুলাল বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন সরকার বলেন, আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকেরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। অথচ রাষ্ট্রের সেই স্তম্ভের নিরাপত্তায় কোনো কোনো আইন নেই। আমরা চাই সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইন তৈরি করা হোক। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

যুগে যুগে এ দেশে সাংবাদিক হত্যার বা নির্যাতনের সঠিক বিচার হয় নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রত্যাশা ছিল পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু দুঃখের বিষয়ে তা হয় নি। বরং সাংবাদিক নির্যাতন বাড়ছেই, যেটা খুবই কষ্টের।

বক্তারা আরও বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি করা হোক। যাতে করে ভবিষ্যতে আর কেউ সাংবাদিক হত্যা ও নির্যাতনের মত জঘন্য কাজ করার সাহস না পায়।

এ সময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মেজবাউল কবির সবুজ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাংবাদিক এম এ সালাম বিশ্বাস আমার দেশ, বিপ্লব কুমার সরকার আমাদের সময় আশরাফুল আলম আপন আজকের পত্রিকা, আকাশ রহমান যুগের আলো, শ্যামল লোহানী দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা মোস্তাফিজুর রহমান, নূরনবী নুরু দৈনিক আমাদের মাতৃভূমি, সবুজ আহমেদ পল্লী বাংলা, সোহেল রানা দৈনিক দাবানল, মনিরুজ্জামান শাহ দৈনিক পরিবেশ, আজকের সংবাদ ফারুক হোসেন নয়ন, বাংলাদেশ সমাচার বি আই  বাধন, দৈনিক খবরের কাগজ রংপুর জেলা প্রতিনিধি সেলিম সরকার, দৈনিক নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি আহসান হাবীব, চ্যানেল এস টিভির প্রতিনিধি আজমল হক আদিল, দৈনিক আমাদের প্রতিদিনের আশরাফুজ্জামান বাবু, দৈনিক ইনকিলাব এনামুল হক প্রতিদিনের সংবাদ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.