মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
সোমবার ১১ আগষ্ট সকাল সাড়ে ১০ টার দিকে কমলগঞ্জ থানা পরিদর্শন উপলক্ষে সিলেট রেঞ্জের ডিআইজি কমলগঞ্জ থানায় পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।
শুভেচ্ছা বিনিময় পরে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মো. মুশফেকুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কমলগঞ্জ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন ডিআজি। এ সময় তিনি থানার বিভিন্ন রেজিস্টার পত্রাদি পর্যবেক্ষণ করেন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি থানার হাজত খানা এবং ফোর্সের ব্যারাক ও মেস পরিদর্শন করেন।
পরে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
থানা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিলেট ডিআজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মোঃ রফিকুল ইসলাম খান, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল আনিসুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, কমলগঞ্জ থানার পরিদর্শক মো. শামীম আকনজি সহ সিলেট রেঞ্জ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন কর্মকর্তাগণ ও কমলগঞ্জ থানার বিভিন্ন পদমর্যাদার ফোর্সবৃন্দ।