ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন গত রোববার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সকল পদে একক প্রার্থী থাকায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে সকল সদস্যদের ভোটে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জহিরুল কাইয়ুম রাহাতকে সভাপতি নির্বাচিত করা হয়। সেইসাথে পদাধিকার বলে মাদরাসার সুপার এ এম এম ওমর রায়হান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রিজাইডিং অফিসার সূত্রে জানা গেছে, দাতা সদস্য পদে একটি, সাধারন অভিভাবক সদস্য পদে দাখিল শাখায় তিনটি ও ইবি শাখায় একটি, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে একটি, সাধারন শিক্ষক প্রতিনিধি পদে দাখিল শাখায় একটি, ইবি শাখায় একটিসহ মোট আটটি মনোনয়ন পত্র জমা পড়ে। বাছাইয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদের মনোনয়নপত্র বাতিল হয়। বাকি প্রত্যেক ক্যাটাগরির সকল মনোনয়ন পত্রগুলোই বৈধ বলে বিবেচিত হয়।
এর আগে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৭ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং অতিরিক্ত প্রার্থী না থাকায় বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত সদস্যরা হলেন- দাতা সদস্য সখিনা আক্তার (রুমি), দাখিল শাখার অভিভাবক সদস্য মো: নুরুল আফসার, মো: মাহফুজুর রহমান, হারিছ আহাম্মদ (পেয়ার মেম্বার), ইবতেদায়ী শাখার অভিভাবক সদস্য মো: ইউছুফ, দাখিল শাখার শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হানিফ, ইবতেদায়ী শাখার শিক্ষক প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম।
প্রিজাইডিং অফিসার মো: মিজানুর রহমান জানান, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তা অনুমোদনের জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।