× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদাবাজি-দখলবাজি এবার পদ হারালেন মহিলা দল নেত্রী

পটুয়াখালী প্রতিনিধি।

১২ আগস্ট ২০২৫, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে এবার পদ হারালেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা। তার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১২আগস্ট) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একইদিন সীমার জায়গায় পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আনোয়ারা খানমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

অভিযোগ উঠেছে, পটুয়াখালী জেলা মহিলা দলের সদ্য সাবেক সভাপতি আফরোজা সীমা সাংবাদিককে বেঁধে পেটানোর হুমকি দেন। ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল ইসলাম তনু এশিয়ান টিভির অনলাইন প্রতিনিধি। 

শুক্রবার (৮ আগস্ট) পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ হুমকি দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.