× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সবুজ আর নীল পানিরাশির আড়িয়াল বিল

মোহাম্মদ জাকির লস্কর,মুন্সীগঞ্জ প্রতিনিধি।

১২ আগস্ট ২০২৫, ২০:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বড় বিল। কৃষি উৎপাদনে ভূমিকা রাখছে, অন্যাদিকে পর্যটনের এক অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ১৩৬ বর্গ কিলা মিটারের আড়িয়াল বিল দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। এই বিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচিত বিল।

বিল ঘিরে গড়ে উঠেছে দীঘি সবুজ বনাঞ্চল, ছোট-ছোট টিলা যা দেখে পর্যটকদের কাছে  আড়িয়াল বিল কে করে তুলেছে এক স্বগীয় ভ্রমণস্থাল। বিলের মধ্যেই রয়েছে বিখ্যাত নদী । ঢাকা থেকে বাস ও ট্রেনের সহজ ব্যবস্থা রয়েছে। 

বর্ষাকাল আড়িয়াল বিল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়, কারণ তখন নদীর পানি রুপ আরো আকর্ষণীয় হয়ে ওঠে। খাওয়ার জন্য শ্রীনগর বাজার ও আসে-পাশে রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই আড়িয়াল বিল।এটি হয়ে উঠছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। নিরাপদ ভ্রমণের জন্য পর্যটকদের সবসময় স্থানীয় নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এমন নিরিবিলি পরিবেশে নৌকা ভ্রমণে আসলে মনে হবে, শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছেন। এই বিলে স্থানীয়রা চাষাবাদ করেন ধান, করলা, কুমর, লাউ। বর্ষাকালে জোয়ারে কানায় কানায় ভরে যায়। আবার ভাটায় সময় পানি নেমে যায় তলানিতে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.