× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুয়েলার্স সমিতির জীবননগর শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আজমত হোসেনর প্রার্থিতা ঘোষণা

আব্দুল্লাহ আল মামুন।

১৩ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম । আপডেটঃ ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৮ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জীবননগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার (২৩ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাহিদা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ আজমত হোসেন।

আজমত হোসেন ভোটারদের উদ্দেশে বলেন, জীবননগর উপজেলা জুয়েলার্স সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করাই তার লক্ষ্য। এজন্য তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

স্থানীয় বাজার ও বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সমর্থকরা বিভিন্নভাবে পোস্টার, লিফলেট এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোটারদের সমর্থন চাচ্ছেন।

নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীরাও সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.