বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জীবননগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার (২৩ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাহিদা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ আজমত হোসেন।
আজমত হোসেন ভোটারদের উদ্দেশে বলেন, জীবননগর উপজেলা জুয়েলার্স সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করাই তার লক্ষ্য। এজন্য তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
স্থানীয় বাজার ও বিভিন্ন এলাকায় ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সমর্থকরা বিভিন্নভাবে পোস্টার, লিফলেট এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোটারদের সমর্থন চাচ্ছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীরাও সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।