ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১২) আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানায়, পলিয়ানপুর বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
এসময় তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা একটি পোটলা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে পলিয়ানপুর বিওপিতে নিয়ে যাওয়া হয়। এখানে পোটলাটি খুলে ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ১ কেজি ৮০০.১৫ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার এক শ সাত্তাতর টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।