শেরপুরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল মিয়াকে (৩০) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৪। ১২ আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলার মুন্সিরচরেরর পশ্চিমপাড়া এলাকা তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীর মো. বাবুল মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিল। এদিকে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম মুন্সিরচরে অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করে র্যাব। ওইসময় স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে আসামীর বাড়ি তল্লাশী করে দেশীয় বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত আসামি বাবুল দুর্ধর্ষ সন্ত্রাসী। তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন আছে। এছাড়া তার ভয়ে এলাকার জনসাধারণ আতঙ্কগ্রস্ত থাকত এবং সে এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকাবাসীকে অত্যাচারে অতিষ্ঠ রাখত। সে অত্র এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করত এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় সুপরিচিত।
এ বিষয়ে র্যাব ১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।