× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৫, ১৪:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভ্যান চালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের কিছুই রক্ষা করাসম্ভব হয়নি। 

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান চালক নিজাম উদ্দিনের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলেপৌঁছালেও এর আগেই ঘর সম্পূর্ণ পুড়ে যায়। 

দুর্ঘটনার বিষয়ে নিজাম উদ্দিন বলেন, "আমার পরিবার নিরাপদে আছে, কিন্তু ঘর থেকে কিছুই বের করতে পারিনি। এমনকি ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বইপত্রও পুড়ে গেছে। সবকিছু হারিয়ে আমি আজ নিঃস্ব।" 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী তাৎক্ষণিক সহায়তার হাত বাড়ান। বিকেলে তাঁর পাঠানো শুকনো খাবার ওনগদ অর্থ পৌঁছে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভুইয়া, সাধারণ সম্পাদক আলা উদ্দিন মাসুম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.