নাটোরের সিংড়ায় পুন্ডরী গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত ১ টার দিকে কলম কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সুত্রপাত তা কেউ বলতে পারছে না।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আনুমানিক রাত ১ টার দিকে শফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বাড়ির আসবাবপত্র, নগদ টাকা, কাপড় সহ মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।