× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিংগাইরে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৫, ১৪:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মানববন্ধনে সাংবাদিক সাগর ও রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবি জানানো হয়।

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের ভাষা শহিদ রফিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা। তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার শিকার হচ্ছেন সাংবাদিকরা, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে সরকার। সাগর-রুনি হত্যাকাণ্ড এবং সম্প্রতি তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তাহীনতায় পড়েছে। তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, আই টিভির আ. গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের আতিকুল ইসলাম, মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, নববণীরর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সাকিব হাসানসহ অন্যান্য স্থানীয় সাংবাদিকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.