চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী পাহাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ১১ আগষ্ট সন্ধ্যা ৬টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
তার গায়ে শার্ট ও পরনে লুঙ্গি ছিল। স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে কয়েকজন লোক পাহাড়ে কাঠ কাটতে গিয়ে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।