সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি অনলাইন গণমাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু।
সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। সভায় দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি ও সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী এবং দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ও সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাসের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকেন্দার হোসাইন, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দীন, প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরী, সিনিয়র সদস্য মীর মো. দিদারুল হোসেন টুটুল, তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল, এস এম ইকবাল হোসাইন ও মীর মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আবুল খায়ের, কামরুল ইসলাম দুলু, সাইদুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য। সভাপতি সৈয়দ ফোরকান আবু বলেন, "কিছু অপ-সাংবাদিক প্রেসক্লাবের নির্বাচনে পরাজিত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বহিষ্কার করা হলেও তারা ধারাবাহিকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে আমাদের তিনজন হিন্দু সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ইসকন’ আখ্যায়িত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আগামী ১৬ আগস্ট জন্মাষ্টমী পূজাকে কেন্দ্র করে তারা পরিকল্পিতভাবে উসকানি দিচ্ছে। আমরা এই অপপ্রচার ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই এবং কুচক্রীদের সতর্ক হওয়ার আহ্ববান জানাচ্ছি।"