× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ার বলি নারী পুরুষের লাশ পৃথকস্থান থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি ।

১৩ আগস্ট ২০২৫, ১৮:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই স্থান থেকে এক নারী ও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ হত্যাকাণ্ড কে পরকীয়ার বলি হিসেবেই আক্ষায়িত করেছেন স্থানীয়রা। বুধবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক নারীর এবং শরৎপাড়া এলাকায় ডিএনডি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী লাকি আক্তার (৩৫) শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, গৃহবধূ লাকি আক্তার বিগত ছয় থেকে আট মাস ধরে একই এলাকার নীরব নামের এক ব্যক্তির বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি নীরবের বাসায় ছিলেন।


সকালে শিমরাইল মোড় এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াজনিত কারণেই লাকি আক্তারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন নীরব পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।'


তিনি আরও জানান, নিহত লাকির স্বামীর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তার সন্তানরা এখনও ছোট হওয়ায় ঘটনার বিষয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব হয়নি।


একইদিন সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের শরৎপাড়া এলাকায় ডিএনডি খালে একটি অজ্ঞাত যুবকের মরদেহ পানিতে ভেসে ওঠে। নিহত যুবকের আনুমানিক বয়স ২১ বছর। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


ওসি শাহিনূর আলম বলেন, 'অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.