ছবিঃ সংগৃহীত।
জয়পুরহাটের ক্ষেতলালে বড়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শেষ, চলছে রঙের কাজ। এরই মধ্যে তিনতলা ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। রঙ মিস্ত্রিকে দিয়ে সেসব ফাটলে মোটা প্রলেপ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টাও করেছে নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ তানজিমুল ইসলাম। এর আগেও এ ভবনটির ওয়াল প্লাস্টার ও মেঝে ঢালাইয়ের কাজে নষ্ট সিমেন্ট ব্যবহারের অভিযোগও উঠেছিল এ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে।
বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার জানানো চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেন না এমনকি কাজের সাইটেও আসেন না।
পরবর্তীতে উপজেলা প্রকৌশল অফিসকে জানানো হলেও তারা উল্টো ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে তাদের কাজ ঠিক আছে, এটা সামান্য ব্যাপার, এটার জন্য কোনো সমস্যা হবে না ইত্যাদি বলে এলাকাবাসি ও প্রতিষ্ঠানের শিক্ষকদের বিভিন্ন বুঝ দেওয়ার চেষ্টা করেন।
২০২৩ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় বড়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তির ৩ তলা ভবন নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ১ কোটি ১৭ লক্ষ ১৬ হাজার ৫৫৩ টাকার কাজটি পায় নওগাঁর প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ তানজিমুল ইসলাম। ওই বছরের মাঝামাঝি সময়ে ভবন নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে। এ নিয়ে এলাকাবাসী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়টি নিয়ে অভিযোগ জানালে তা আমলে নেওয়া হয়নি। উল্টো আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের হুমকি ধামকি ও হেনস্তা করা হয়েছে। এ নিয়ে এলাকাবাসী কয়েকবার কাজ বন্ধ করে দিলেও পরবর্তীতে ক্ষমতার জোরে আবারও একইভাবে কাজ করে।
তাই কাজ শেষ না হতেই ভবনের পিলার, ছাদ, দেয়াল, মেঝে ও বেলকনির বিভিন্ন অংশে ফাটল ধরে। পরে রঙ মিস্ত্রিকে দিয়ে ফাটল অংশে রঙের মোটা প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এদিকে ভবনের রঙের কাজ এবং বারান্দা, সিঁড়ি ও কয়েকটি ঘরের মেঝের প্লাস্টার ফিনিশিং এখনও শেষ করেনি। নিয়মানুযায়ী ভবনের সকল কাজ শেষ হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরো ভবনের কাজ দেখে সন্তুষ্ট হয়ে ছাড়পত্র দিলে তবেই ভবন হস্তান্তর করতে পারবে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সে সব নিয়ম না মেনেই গত মাসেই ভবন হস্তান্তরের তারিখসহ ফলক বসানো হয়েছে। ফলকে প্রকল্পের নাম, প্রকল্পিত ব্যয়, ভিত্তি, নির্মাণকারী বিভাগসহ হস্তান্তরের তারিখ লেখা রয়েছে, যেখানে হস্তান্তরের তারিখ দেওয়া হয়েছে গত জুলাই মাসের ১৪ তারিখ।
স্থানীয় বাসিন্দা স্বাধীন সরকার বলেন, এ স্কুলের কাজ শুরুর প্রথম থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করেছে। আমরা যতবার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে বাঁধা দিয়েছি তৎকালীন আওয়ামী লীগের বড় বড় নেতারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে। যার জন্য পরবর্তীতে কেউ আর তাদের বাঁধা দিতে পারেনি। শুনেছি নওগাঁর এই ঠিকাদার নাকি আওয়ামী লীগের বড় নেতা তার প্রভাবে ইঞ্জিনিয়ারও তাদের পক্ষে ছিল। ৫ আগস্টের পর সে ঠিকাদার পালিয়ে আত্মগোপন করলেও তার প্রভাব কমেনি। কয়েকমাস পূর্বেই ভবনের ওয়াল প্লাস্টারের কাজ করার সময় নষ্ট সিমেন্ট দিয়ে কাজ করার সময় আমরা বাঁধা দেয়। পরে ইঞ্জিনিয়ার অফিসকে জানানো হলে তারা এসে সে সিমেন্ট সরিয়ে ফেলে এবং ব্যবস্থা নিবে জানায়। এখন আবার ভবনে ফাটল ধরা পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন বলেন, বিদ্যালয়ের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করলে আমি বিষয়টি আমি শিক্ষা অফিসে জানালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান আমাকে হুমকি দেয় যে আমার চাকরি খেয়ে ফেলবে। পরবর্তীতে চোখের সামনে খারাপ কাজ করলেও আমরা আর কেউ বাঁধা দিতে সাহস করিনি। পরে আওয়ামী লীগের সরকারের পতন হলে ওই ঠিকাদার আর বিদ্যালয়ে আসেনি, তবে তাঁর ম্যানেজার নুর আলম আসে। এরপরও কোনো কাজ সঠিক না হলে আমরা বললেও তারা গুরুত্ব দেয় না। উল্টো শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদি হাসান বাবলা বলেন, বিদ্যালয়ের নবনির্মিত ভবনের কাজের শুরু থেকেই আমাদের মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে। ভবন নির্মাণকারক প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী তানজিমুল ইসলাম প্রথম থেকে কয়েকবার আসলেও ৫ আগস্টের পর তিনি আর আসেননি। তারপর তার ফোন নম্বরটিও বন্ধ হয়ে যায়। শুধু তার ম্যানেজার নুর আলম সাইটে আসে মাঝে মাঝে। তাদের কোনো সমস্যার কথা বললেও তারা তা সংশোধন করে দিতো না। এ নিয়ে তাদের সাথে আমার কয়েকবার কথা কাটাকাটিও হয়েছে। পরে উপজেলা ইঞ্জিনিয়ারদের বললে তারা উল্টো সেসব কাজ সঠিক বলে আমাদের বুঝ দেয়। ভবনের প্লাস্টার কাজে নষ্ট সিমেন্টও ব্যবহার করেছিল। আমরা অভিযোগ জানালে ইঞ্জিনিয়ার অফিস তা সরিয়ে ফেলতে বললে ঠিকাদারের লোক সরিয়ে পেলে। তবে ওয়াল প্লাস্টারের কাজের ফিনিশিং ভাল হয়নি। বিভিন্ন জায়গায় উঁচু নিচু হয়েছে। যার ফলে রঙের কাজও ভাল হয়নি। ভবনের টপরুমসহ কয়েক জায়গায় ফাটল ধরেছে। বিষয়টি আমরা শিক্ষা অফিসকে জানালে ইঞ্জিনিয়ার অফিসের লোকজন এসে সেসব ঠিক করে দিবে বলে আচ্ছাস দিয়ে গেছে।
ঠিকাদার প্রতিষ্ঠান তানজিমুল ইসলামের ফোনে বারবার ফোন করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে তার ম্যানেজার নুর আলমের নাম্বারে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি উপজেলাতে ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। তিনি এক/দুই সপ্তাহের মধ্যে এসব ঠিক করে দিবেন বলে জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী আবদুল লতিফের মোবাইলে ফোন করে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, কাজতো আমাদের শেষ ছোটখাটো দু-একটা কাজ আছে সেগুলো করা হচ্ছে। হস্তান্তরের কোনো বাধ্যবাধকতা নেই, তবে আমাদের কম্পিশন একটা ডেট থাকে। এজন্য আগেই ডেটসহ ফলক বসানো হয়েছে। বিম-কলামের নিচে ওয়াল ওঠালে এইরকম একটু ফাটল নিতে পারে। তবে ওই ওয়াল সরিয়ে নিলেও কোনো সমস্যা হবে না। আসলে আমি নতুন আপনি আমার সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন।
উপসহকারী প্রকৌশলী তাহেরুল ইসলাম বলেন, বিদ্যালয় ভবনের যেসব ক্রুটি ছিল আমরা তা ঠিক করে দেওয়া জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছি। তারা সেসব নিয়ে কাজ করছে। ঠিকাদারের নাম্বারে আমরা যোগাযোগ করতে পারিনা কেন তা জানতে চাইলে তিনি বলেন, মেইন ঠিকাদার তানজিমুল রাজনীতি করত এখন তিনি কোথায় আছেন বা কোন নাম্বার ব্যবহার করেন আমরা তা জানি না। আমরা এখন উনার পার্টনার নুর আলমের সাথে যোগাযোগ করি। তবে তার কে যেন অসুস্থ হওয়ায় তিনি ঢাকায় অবস্থান করছেন তাই হয়ত আপনার কল ধরছে না।
এবিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব। কোনো গাফিলতি থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh